২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩

পুলিশের রেশন ভর্তি ট্রাক ব্যারিকেড দিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

আশু‌লিয়ার নবীরগরে চালক‌ ও হেলপারকে অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে পাবনা পু‌লিশ লাইন্সের রেশনের তিনশ বস্তা আটা বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এসময় আহত হয় ছিনতাই হওয়া ট্রাকের চালক ও হেলপার।

বৃহস্প‌তিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়‌কের নবীনগর গলফ ক্লা‌বের সাম‌নে ট্রাকের গতিরোধ করে ছিনতাই করা হয়। ছিনতাইকালে নাটোরের গিয়াস উদ্দিনের মালিকানাধীন ট্রা‌কের (ঢাকা মে‌ট্রো-ট-১৬ -৬৫৫৪) চালক ও তার সহযোগীকে মারধর করে হাত পা বেঁধে আশু‌লিয়ার মরাগাং এলাকায় ফে‌লে রে‌খে যায় ছিনতাইকারীরা।

ট্রা‌কচালক আসাদুল ইসলাম জানান, রা‌তে পাবনা পুলিশ লাইন্সের রেশনের ৩০০ বস্তা আটা নিয়ে রাজধানীর পোস্তাগলা থেকে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হন। ভোর রাতের দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় আসলে মাহেন্দ্র অটোগাড়ি নিয়ে ৭ জনের ছিনতাইকারী চলন্ত ট্রাক মহাসড়কে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ‘এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। মারধর করে ও হাত পা বেঁধে আশুলিয়ার মরাগাং এলাকার সড়কের পাশে আমাকে ও আমার সহকারী আজিম হোসেনকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা,’ বলেন তিনি।

ছিনতাইয়ের ব্যাপারে ঠিকাদার জাহিদ হোসেন জানান, ‘চালকের মাধ্যমে আমরা জানতে পেরেছি আশুলিয়ার নবীনগর থেকে আটা ভর্তি ট্রাকটি ছিনতাই হয়েছে। চালক ও হেলপার আশুলিয়া থানায় রয়েছে। ট্রাকের মালিকসহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হবে।’ আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন  জানান, ‘ট্রাক ছিনতাই হওয়ার বিষয়টি নিয়ে ট্রাকের চালক ও হেলপারের মাধ্যমে জানতে পেরেছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ