২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০০

পরিবহন ধর্মঘটে বিপাকে হিলি স্থলবন্দর দিয়ে আসা যাত্রীরা

দিনাজপুর প্রতিনিধি:

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। তবে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন চালু রয়েছে।

এদিকে, বিকল্প পন্থায় হিলি-বগুড়া, হিলি-জয়পুরহাট রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের অনেকে ইমিগ্রেশন চেকপোস্টসহ বিভিন্ন কাউন্টারে বাসের অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বিকল্প পন্থায়ও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। পরিবহন শ্রমিক ইউনিয়ন হিলি (বাস) শাখার সাধারণ সম্পাদন মিলন হোসেন জানান, গত বুধবার রাতে দিনাজপুরে হাবিপ্রবি’র ছাত্রদের সঙ্গে বাস-শ্রমিকদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। পরে ছাত্ররা দুটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাস মালিক ও শ্রমিকদের যৌথ আহ্বানে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। তাই আজ বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর থেকে সব রুটে বাস ধর্মঘট চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ