১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৩

টাঙ্গাইলে এক সঙ্গে পিইসি পরীক্ষা দিচ্ছে তিন বোন!

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে এবার এক সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) দিচ্ছে তিন বোন। উপজেলার পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে। এরা হলো- সুমাইয়া ইসলাম (১২), সাদিয়া ইসলাম (১১)ও রাদিয়া ইসলাম (১০)। তারা উপজেলার বেতুয়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে। তারা উপজেলার রফিক রাজু ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। এই তিন বোন দেখতে প্রায়ই একই রকম। তিন বোন এক সঙ্গে সমাপনী পরীক্ষা দেয়ায় বিষয়টি নজর কেড়েছে সবার। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এই তিন বোনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সখীপুর উপজেলার পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব এবং অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে এক সাথে তিনবোন পরীক্ষা দিচ্ছে। তাদের সাথে আলাপ করে বুঝতে পারি তারা ভালো পরীক্ষা দিচ্ছে। আমার দেখামতে এই প্রথম এক সাথে তিনবোন পরীক্ষা দিচ্ছে। তারা দেখতে প্রায় একই রকম। তারা এক বছর পর পর জন্ম গ্রহণ করেছে বলে তিনি জানান।

এই তিন মেয়ের পিতা শফিকুল ইসলাম বলেন, তার তিন মেয়ের জন্ম এক বছর পরপর। একই সঙ্গে তারা একই ক্লাসে লেখাপড়া করে। তিন মেয়ে লেখাপড়ায় বেশ মনোযোগী। তারা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে তিনি আশা করছেন। আমার অনুপস্থিতির সময় তাদের মা লেখাপড়াসহ অন্যান্য বিষয় দেখভাল করেন। আর তাদের সৌদি আরবে নেব না, এখন থেকে তারা দেশেই পড়ালেখা করবে বলে তিনি জানান ।

তিনি আরো বলেন, তাদের চেহারা প্রায় একই ধরনের হওয়ায় অনেকেই যমজ হিসেবে আখ্যায়িত করে থাকেন। রাস্তাঘাটে এক সঙ্গে যাতায়াতকালে তাদের এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রায়ই। তাদের মা রেখা ইসলাম বলেন, আমার তিন মেয়ে যমজ কি না- এর উত্তর মানুষের কাছে দিতে দিতে পেরেশান থাকতে হয়। ওই তিন মেয়ের জন্মই সৌদি আরবে। এরা যে পর্যন্ত লেখাপড়া করতে চায় আমি তাদের লেখাপড়া করাবো বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ