২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আজ ২৩ নভেম্বর ভোর থেকে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, পশ্চিমপাড়াসহ আরো কয়েকটি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা ঢুকেছে। টেকনাফ থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন সকাল থেকে ৬০ জন রোহিঙ্গা নারী পুরষকে তালিকাভুক্ত করেছেন। পরে তাদের ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি।

এছাড়া বৃহস্পতিবার দু দফায় নাফনদী থেকে ৪৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। এছাড়া পুরনো রোহিঙ্গাসহ এ সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ