১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বিয়ে করেছেন জহির খান

স্পোর্টস ডেস্ক:

বিয়ে করেছেন ভারতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার জহির খান। আজ বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সাগরিকা ঘাটকের সঙ্গে রেজিস্ট্রি করেন তিনি। বিয়ের পর দম্পতির প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহিরের ফিটনেস স্টুডিওর প্রধান অঞ্জনা শর্মা। এ দিন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করেন জাহির-সাগরিকা। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে হবে বিবাহোত্তর সংবর্ধনা। বলিউড ও ক্রিকেট জগতের প্রথম সারির তারকারা সেখানে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ককটেল পার্টি দেবেন এই দম্পতি। আগামী রবিবার মেহেদির অনুষ্ঠান রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ