১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

বগুড়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় রাহেল মিয়া (২৪) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বালু ব্যবসার পাশাপাশি রাহেল মিয়া স্যানিটারি  মিস্ত্রির কাজও করতো। তিনি সদর উপজেলার সাবগ্রাম শঠিবাড়ি এলাকার মোহাম্মাদ আলীর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান , নিহত রাহেল মিয়াকে  রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় ঈদগাহ মাঠের পাশে গলায় ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা দুবৃত্তরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় তার মরদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ