নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর এখনো এ পদে কাউকে নিয়োগ দেননি রাষ্ট্রপতি। অথচ তার আগেই আপিল বিভাগ নতুন বিচারপতি নিয়োগপ্রাপ্ত হলে বিচারপতিদের কে শপথ পড়াবেন তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি খুব অল্প দিনের মধ্যেই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। আর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নতুন বিচারপতিদের শপথ পড়াতে পারবেন। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিন্ম আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি ২/৩ দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে।
দৈনিকদেশজনতা/ আই সি