১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে কর্মকর্তারা অসত্য রিপোর্ট দেন: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের পরেও তদন্ত কর্মকর্তা বেআইনিভাবে অনুসন্ধান করে অসত্য রিপোর্ট দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি। জিয়া অরফানেজ মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের পরও তদন্ত কর্মকর্তা বেআইনিভাবে আবার তদন্ত করে অসত্য রিপোর্ট দিয়েছে।
উল্লেখ্য, আজ এ মামলায় ষষ্ঠ দিনের মতো বক্তব্য উপস্থাপন করছেন বিএনপি চেয়ারপারসন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও আদালতে হাজিরা দেবেন।

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ