২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

ঝিনাইদহের শৈলকুপায় একরাতে ৪ বাড়ি ডাকাতি

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ শৈলকুপায় গভীর রাতে সংখ্যালঘু ৪ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গজারিয়া পাড়া গ্রামের সংখ্যালঘু বিধান, সন্তোষ, শ্রীকান্ত ও রনজিতে বাড়ী প্রবেশ করে। ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বীরদর্পে চলে যায়।

বিধানের বাড়ী থেকে দেড় ভরি স্বর্ণালংকার, সন্তোষের বাড়ী থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রোপ্য ও নগদ বিশ হাজার টাকা, শ্রীকান্তের বাড়ী থেকে একটি কানের দুল ও একটি মোবাইল সেট এবং রনজিতের বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে ডাকাতের কবলে পড়া পরিবারের লোকজন জানিয়েছে।

ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানায়, গত সপ্তাহেও তার ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটেছে। সপ্তাহ না পেরোতেই আবার সংখ্যালঘুর ৪টি বাড়ীতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।ডাকাত দলকে ধরতে প্রশাসন তৎপর রয়েছে বলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ