দেশজনতা রিপোর্ট:
দেশে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই এখন ছোট-বড় গ্রন্থাগার বা আর্কাইভ আছে। বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজে এসব গ্রন্থাগারের সংখ্যা বেশি। আর এ কাজের জন্য লোক তো লাগেই। গ্রন্থাগারগুলোয় কাজ করতে হলে আগে নিজেকে তৈরি করতে হবে। এমনই কিছু স্বল্পমেয়াদি কোর্স করায় ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (আইএলআইএস)। বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ১৯৫৬ সাল থেকে আইএলআইএস গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স করে আসছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের কোর্স করায়। সার্টিফিকেট কোর্সটিতে বছরে দুটি সেশনে ভর্তি করা হয়। জানুয়ারি থেকে জুন ও জুলাই থেকে ডিসেম্বর। ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সটি প্রতিবছরের জুলাই থেকে ভর্তি শুরু হয়। এখন জানুয়ারি থেকে জুলাই মাসের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর সার্টিফিকেট কোর্সের ভর্তি কার্যক্রম চলছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ আগামী ৬ ফেব্র“য়ারি। তাই যারা গ্রন্থাগারে কাজ করে পেশা গড়তে চান, তারা করতে পারেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ওপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সগুলো।
আইএলআইএসের পরিচালক ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতির ভাইস প্রেসিডেন্ট কাজী আবদুল মাজেদ বলেন, সরকার দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে প্রায় ২০ হাজার লোক নিয়োগ করবে। তাই বর্তমানে গ্রন্থাগার বা আর্কাইভের দক্ষ ও অভিজ্ঞ লোকের চাহিদা বাড়ছে।
আবেদন-প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা
আইএলআইএসের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সটি করতে হলে আবেদনকারীকে আইএলআইএসের ঢাকা অফিস বা দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণের পর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তা জমা দিতে হবে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সটি করতে আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। আর ডিপ্লোমা ইন লাইব্রেরি সােেয়ন্সর জন্য স্নাতক পাস লাগবে।
যেসব বিষয় পড়ানো হয়: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সার্টিফিকেট কোর্সটিতে মোট ৮টি বিষয় পড়ানো হয়। এগুলো হলো: লাইব্রেরি হিস্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার ম্যানেজমেন্ট, ইনফরমেশন সোর্সেস অ্যান্ড রেফারেন্স সার্ভিস, অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-১ (তাত্ত্বিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-১ (ব্যবহারিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-২ (তাত্ত্বিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-২ (ব্যবহারিক) ও ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস। মোট ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। আর এসব বিষয়ে ক্লাস নেন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পেশায় নিয়োজিত জ্যেষ্ঠ ব্যক্তিরা। প্রতি শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস চলে।
কাজের ক্ষেত্র ও খরচ
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলোয় চাহিদার তুলনায় লোকের ঘাটতি রয়েছে বলে জানান আবদুল মাজেদ। তিনি বলেন, এসব কোর্স করলে কাউকে বসে থাকতে হয় না। এ ছাড়া গণগ্রন্থাগারিক অধিদপ্তরের জেলা পর্যায়ে যত লাইব্রেরি আছে, সেখানে তারা কাজ করার বেশ সুযোগ পান। অর্থাৎ, যেখানেই লাইব্রেরি আছে, সেখানেই গ্রন্থাগারিকের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। আর এই কোর্স করতে ফি লাগবে ১০ হাজার টাকা।
বিস্তারিত জানতে
গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে ভর্তি ও অন্য যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আইএলআইএসের ঢাকাসহ অন্য অফিসগুলোয়।
ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
নীলক্ষেত হাইস্কুল ভবন (৩য় তলা)
ঢাকা ১০০০, ওয়েবসাইট www.lab.org.bd
মোবাইল: ০১৯৭৩০২০২৬৬