দেশজনতা রিপোর্ট:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি৫২ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষনে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়ালফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১ পয়েন্টে অবস্থানকরছে।
অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ের মধ্যেসিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
দৈনিক দেশজনতা/এমএইচ