১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

শাওমির কম দামের ফোন

দেশজনতা রিপোর্ট:

কম দামের একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি রেডমি ৪। এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৯৯ রুপিতে।

অ্যামাজন ইন্ডিয়া এবং মি ডট কমে ফোনটি ২৩ মে থেকে পাওয়া যাবে। অন্যদিকে ফোনটি কেনার জন্য প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে। চীনের বাজারে এই ফোনটি বহুদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ চিপসেট। ফোনটিতে ২ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এর বিল্টইন মেমোরি ১৬ জিবি। এছাড়াও এই ফোনটি ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মেমোরি ভার্সনেও পাওয়া যাচ্ছে। যার মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি।

ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআইইউ ইউজার ইন্টারফেস।

শাওমির সাশ্রয়ী দামের ফোনটিতে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ১.৪ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর রয়েছে।
রেডমি ৪ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এই ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

কানেকটিভিটি হিসেবে আছে ওয়াইফাই, থ্রিজি, ফোরজি, জিপিএস, এ-জিপিএস, মাইক্রো ইউএসবি, ওটিজ। ফোনটির ব্যাটারি ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৮, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ