১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

সৌদি আরবে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

সাইবার হামলার শিকার হয়েছে সৌদি আরব। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির সরকারি কম্পিউটারগুলোয় হ্যাকাররা আক্রমণ করেছে। এক বিবৃতিতে সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে এডভান্স পার্সিসটেন্ট থ্রেট বা এপিটি’র বিষয়টি সনাক্ত করতে সক্ষম হয়েছে তাদের সাইবার নিরাপত্তা কেন্দ্র। হ্যাকাররা মূলত সৌদি সরকারের গোপনীয় ইমেইল সংগ্রহের চেষ্টা করেছিলো।

সৌদি সরকারের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার জন্য হ্যাকাররা পাওয়ারশেল ম্যালওয়ার  ব্যবহার করেছে। তবে সাইবার হামলাকারীরা কারা তা এখনও জানা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের ধারণা তাদের প্রতিদ্বন্দ্বি ইরান এই হামলার পেছনে থাকতে পারে। বিষয়টি নিয়ে এখন তদন্তে নেমেছে সৌদি কর্তৃপক্ষ। অবশ্য দেশটিতে এমন সাইবার হামলার ঘটনা নতুন নয়। ২০১২ সালে শ্যামুন নামে একটি ম্যালওয়ার দেশটির গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলোয় হামলা চালায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ