২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৭

প্রশান্ত মহাসাগরে ৭ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সামোয়া ও টাডিন দ্বীপপুঞ্জের উপকূলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জড়িপ সংস্থা ইউএসজিএস মঙ্গলবার জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এই দ্বীপপুঞ্জ দুটি ফ্রান্সের মালিকানায় রয়েছে। ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপপুঞ্জ দুটি থেকে মাত্র ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ