১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:২৮

চট্টগ্রামে ১৭০ পাসপোর্টসহ ১০ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ১৭০টি পাসপোর্টসহ দালাল চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায়, পাসপোর্ট অফিস সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১০ দালালকে আটক করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় ১৭০টি পাসপোর্ট।

এছাড়া সেখান থেকে নকল সিল ও জাল কাগজপত্রও জব্দ করা হয়েছে। দালাল চক্রের সাথে পাসপোর্ট অফিসের কিছু অসাধু ব্যবসায়ী জড়িত বলে জানায় পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৮:৪০ অপরাহ্ণ