২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২০

প্রধান বিচারপতি নিয়োগে সময় নেয়া দুরভিসন্ধি : মওদুদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকার যে সময় নিচ্ছে তা দুরভিসন্ধি কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান ও শৈলকুপা থানা বিএনপি সভাপতি আব্দুল ওহাবের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমেদ আরও  বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নস্যাৎ করেছে বর্তমান সরকার। এটা নিয়ে এখন কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে শূন্যতা, অরাজকতা বিরাজ করছে যত তাড়াতাড়ি প্রধান বিচারপতি নিয়োগ করা হবে তত তাড়তাড়ি এটা দূর হবে। আবার সুপ্রিম কোর্ট তার নিজের ভূমিকা পালন করতে সক্ষম হবে।

সভায় প্রধান আলোচকের আলোচনায় নাগরিক সমাবেশে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু থেকেই টেলিভিশনে দেখেছি। আমি ভাবতেই পারছিলাম না প্রধানমন্ত্রী দেশের পাহাড়সম দুর্নীতি, অপশাসন, আইনের শাসনের যে নির্মম পরিহাস এ ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি গুম, খুন, অপহরণ নিয়েও কোনো কথা বলেননি।

আয়োজক সংগঠনের সভাপতি তারিখ উজ জামান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ