নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য সরকার আজ রবিবার এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়. চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। নগরীর শেরে বাংলা নগরস্থ ইআরডিতে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা (পিপিআইডিএফ-৩) এর জন্য এই ঋণ দেয়া হবে।নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতাসহ অবঠামো বিনিয়োগ বৃদ্ধি চায় পিপিআইডিএফ-৩।
সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের ওপর চাপ হ্রাসে পিপিপি প্রকল্পে বেসরকারি সেক্টরের বিনিয়োগ উদারীকরণে এটি সহায়ক হবে।
প্রকল্পের লক্ষ্য- গ্রামীণ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে গ্রিডে সংযুক্ত করা অথবা অফ গ্রিড বিদ্যুৎ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি সুবিধায় সহায়তা দেওয়া।
দৈনিক দেশজনতা /এন আর