নিজস্ব প্রতিবেদক:
এমডিজি’র সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন,সহস্রাব্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতার ধারবাহিকতায় জাতিসংঘ ঘোষিত ১৭টি লক্ষ্য অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে সরকার বদ্ধপরিকর।
আজ সকালে গণপ্রকৌশল দিবস-২০১৭ ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু ২০৪১ সালের মাধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের বিশাল সমুদ্র সম্পদ ও মানব সম্পদের সাথে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে এসডিজির লক্ষ্য অর্জন করা হবে।
তিনি বলেন, দারিদ্র বিমোচন, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য ও ব্যয়সাশ্রয়ী জ্বালানী, কর্মসংস্থান, উন্নত অবকাঠামো, জলবায়ুর ক্ষতিকর প্রভাব, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি অর্জনে প্রচুর সম্পদ ও দক্ষ জনবল প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মনসম্মত দক্ষ জনবল সৃষ্টি করে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
মূল বক্তব্যে আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান বলেন, এসডিজি অর্জনে সরকারের গৃহীত কার্যক্রমের সাথে আইডিইবি কাজ করে যাবে। এ লক্ষ্যে মানবসম্পদ সৃষ্টির জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সূচনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান।
বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর