১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৪৬ হাজার ১শ ৮৪ পরীক্ষার্থী

ভোলা প্রতিনিধি :

আজ রোববার ১৯ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ভোলায় ৪৬ হাজার ১শ’ ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৮ হাজার ৬শ’ ৬৭ জন ও ইবতেদায়িতে ৭ হাজার ৫শ’ ১৭ জন শিক্ষার্থী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক সমাপনীতে ৯১টি কেন্দ্র ও ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্র রয়েছে। জেলায় মোট বিদ্যালয় রয়েছে ১ হাজার ৪৪টি এবং ইবতেদায়ি ৩ শতাধিক। প্রাথমিকের পরীক্ষার্থীর মধ্যে বালক ১৬ হাজার ৬শ’ ৩৮ জন এবং বালিকা ২২ হাজার ২৯ জন। অন্যদিকে ইবতেদায়িতে বালক ৩ হাজার ২শ’ ২৬ জন এবং বালিকা ৪ হাজার ২শ’ ৯১ জন।
জেলার সাত উপজেলার ৯১টি কেন্দ্রে প্রাথমিকে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৬শ’ ৬৭ জন। এর মধ্যে ভোলা সদরে ২০টি কেন্দ্রে ৮ হাজার ৩শ’ ৮৫ জন, দৌলতখানের ১৫ কেন্দ্রে ৪ হাজার ১শ’ ৩৩ জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ৫ হাজার ১শ’ ৮৯ জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ২ হাজর ৪০ জন, মনপুরার ৫ কেন্দ্রে ১ হাজার ৩শ’ ৬২ জন, লালমোহনের ১২ কেন্দ্রে ৬ হাজার ৪শ’ ৬৯ জন এবং চরফ্যাশনের ২২ কেন্দ্রে ১০ হাজার ৫শ’ ৭৯ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ হাজার ৫শ’ ১৭ জন। এর মধ্যে ভোলা সদরের ১৫ কেন্দ্রে ১ হাজার ২শ’ ৯৩ জন, দৌলতখানের ১২ কেন্দ্রে ৪শ’ ৬৪ জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ১ হাজার ২শ’ ২৫ জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ৩শ’ ১৪ জন, মনপুরার ৪ কেন্দ্রে ২শ’ ৮৪ জন, লালমোহনের ১২ কেন্দ্রে ১ হাজার ৩শ’ ২৫ জন এবং চরফ্যাশনের ২২ কেন্দ্রে ২ হাজার ৬শ’ ১২ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ। কেন্দ্রগুলোতে ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। কোথাও কোনো সমস্যা নেই।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

 

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ