১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

আদালতে বরকত উল্লাহ বুলুর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ঢাকা মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) সকালে তিনি আত্মসমর্পণ করেন।বুলুর আত্মসমর্পণের পর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।
দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৮, ২০১৭ ১২:১২ অপরাহ্ণ