১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

বারমুডা ট্রায়াঙ্গলে বিমান গায়েব

দেশ জনতা অনলাইন:

রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গলে আবার হারিয়ে গেছে বিমান। ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টিটুসভিলে উড়ে যাচ্ছিল সেই বিমানটি। বারমুডা ট্রায়াঙ্গলের এলিউথেরা দ্বীপের কাছে গেলে হঠাৎ করেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এর পর থেকে বিমানটির আর খোঁজ মেলেনি।

ঘটনাটি ঘটে গত সোমবার। বিমানটিতে পাইলট, একজন নারী ও তাঁর দুই শিশুসন্তান ছিল। জেনিফার ব্লুমিন নামের ওই নারী যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন।

জানা যায়, বিমানটি যখন ২৪ হাজার ফুট ওপরে ছিল, তখন থেকে সেটির সঙ্গে আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সে সময় আবহাওয়াও ভালো ছিল বলে জানিয়েছেন রেয়ান।বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান। হঠাৎ করে কারণ ছাড়াই বিমান ও জাহাজ হারিয়ে যাওয়ার জন্য অঞ্চলটি কুখ্যাত। প্রায় পাঁচ লাখ বর্গমাইলের ওই স্থান আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকো অঞ্চলটির তিন কোণে অবস্থিত বলেই একে বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়।

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ