১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

মাদ্রাসার ভেতরেই ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্রই ১৫ দিন হলো মাদ্রাসায় যোগ দিয়েছেন শিক্ষক। তিনিই কিনা মাত্র ৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করলেন। তাও আবার মাদ্রাসার ভেতরেই। ভারতের থানে প্রদেশের মুম্বারা এলাকার একটি মাদ্রাসায় এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরে শুক্রবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। খবর: এনডিটিভি।

শনিবার মুম্বারা থানার পরিদর্শক সিএম মুজওয়ার পিটিআইকে বলেন, ‘৩৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষককে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, ‘১৫ দিন আগে আরবি শিক্ষক হিসেবে অভিযুক্ত ব্যক্তি মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর বিগত এক সপ্তাহের মধ্যে তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছেন।’

নিজের ওপর নিপীড়নের ঘটনা ওই ছাত্রী তার মাকে জানান। এরপর পরিবারের পক্ষ থেকে মুম্বারা থানায় শুক্রবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আগেও ১২ বছর বয়সী আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সঙ্গে সামঞ্জস্য থাকায় এ ঘটনায় নারী ও শিশুর যৌন হয়রানি আইন ২০১২’ অধীনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন মুম্বারা থানার পরিদর্শক সিএম মুজওয়ার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ