৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০৫

ঝিনাইদহে নব্য জেএমবির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রাম থেকে বছির ওরফে রাসেল (৩১) নামের নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

র‌্যাব-৬ এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই চলতি বছরের ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার ৩১ নম্বর মামলার আসামি রাসেল শৈলকুপার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। রাসেল নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানায় র‌্যাব।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ