১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

হোয়্যাটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজও পড়া যাবে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সময়ের সঙ্গে তাল মিলিয়ে হোয়্যাটসঅ্যাপ নিত্য নতুনভাবে আপডেট হচ্ছে। সম্প্রতি ভুল করে পাঠিয়ে দেওয়া কোনও মেসেজ মুছে দেওয়ার নতুন ফিচার বাজারে এনেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার ইতিমধ্যে বেশ পছন্দও হয়েছে ইউজারদের। কিন্তু এবার নিশ্চিন্ত থাকার দিন শেষ। কারণ এখন ইচ্ছা করলে মুছে দেওয়া মেসেজও দেখার সুযোগ থাকছে ইউজারদের কাছে।

হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ান’ করলেও তা ডিভাইসে থেকে যায়। এবং সেখান থেকে মুছে দেওয়া মেসেজ পুনরায় দেখা সম্ভব। এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করার পর ইউজাররা অ্যান্ড্রয়েড নোটিফিকেশন লগ-এ ‘ডিলিট’ হওয়া মেসেজ দেখতে পাবেন।

তবে এই অ্যাপ থেকে মেসেজের প্রথম ১০০টি অক্ষরই দেখা যাবে। ফোন একবার রিস্টার্ট হলে নোটিফিকেশন লগ সম্পূর্ণভাবে মুছে যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ এবং তার উপরের ভার্সনগুলিতেই শুধুমাত্র পাওয়া যাবে এই সুবিধা। এই অ্যাপের মাধ্যমে একমাত্র টেক্সট মেসেজই ফিরে পাওয়া সম্ভব। ভিডিও, অডিও বা পিকচার মেসেজের ক্ষেত্রে কাজ করবে না এটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ণ