১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

ইসরাইলি সুন্দরীর সাথে ছবি তুলে বিপাকে ইরাকি সুন্দরী

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সুন্দরীর ছবি নিয়ে ইরাকে তোলপাড়।  মিস ইসরাইল অ্যাদার গেন্ডেলসম্যানের সঙ্গে ছবি তুলেছেন মিস ইরাক সারাহ এডেন। এতেই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি ইরাক ও ইসরাইলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। একাধিক টুইটার বার্তায় অনেকে সমালোচনা  করেছেন, ইসরাইলি সুন্দরীর সাথে ছবি তুলে এডেন ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের সমর্থন জানিয়েছেন সারাহ। তবে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে সারাহ বলেছেন, শান্তি ও সমস্যার সমাধানের প্রত্যাশা হিসেবে তিনি ছবিটি তুলেছেন।

গত মঙ্গলবার জাপানের এক সুন্দরী প্রতিযোগিতায় দুই সুন্দরীর দেখা হয়। সেখানে এ ছবিটি তুলেন দুজন। দুইজনেই নিজেদের ইনস্টগ্রাম একাউন্টে একই ছবি প্রকাশ করে একে অপরকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সারাহ’র ছবি নিয়ে ইরাকে তোপের মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে কর্মকত একজন ইরাকি ধ্যাপক আসাদ আবুখালি টুইটারে প্রতিক্রিয়া জানান, ইরাকের বিউটি কুইন হাসিখুশিতে নিষ্ঠুরতার বিউটি কুইনের সঙ্গে ছবি তুলেছেন। তবে  অনেকে ভিন্নমত প্রকাশ করেছেন এ ছবি নিয়ে। একজন ইরাকি নারী লিখেছেন, একটা ছবিতেই ইসরাইলকে সমর্থনের বিষয়টি প্রতিফলিত হয় না।

তবে ছবি নিয়ে তর্ক বিতর্কে শেষমেশ ক্ষমা চেয়েছেন মিস ইরাক। তিনি বলেন, কেউ যদি ছবিটিকে ফিলিস্তিনের প্রতি ইসরাইলি আগ্রাসনকে সমর্থন হিসেবে মনে করে থাকেন, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এ ছবি তোলার পিছনে কোন উদ্দেশ্য নেই। তবে এর মাধ্যমে শান্তি ও সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সূত্র: দ্য নিউ আরব

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ