২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

জেসিয়ার চূড়ান্ত পরীক্ষা আজ

বিনোদন ডেস্ক:

চীনের সানায়া সিটি এরেনায় আজ শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে। এ আয়োজনে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া। তার মাধ্যমে ১৬ বছর পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেসিয়া ‘মিস ওয়ার্ল্ড’-এর সেরা চল্লিশ প্রতিযোগীর অন্যতম হিসেবে ইতোমধ্যে বিবেচিত হয়েছেন। বিচারকদের পাশাপাশি সাধারণ দর্শকও ভোট দিয়েছেন তাকে।

গ্র্যান্ড ফিনালে প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। গ্র্যান্ড ফিনালেতেও ভালো করার চেষ্টা থাকবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। মুকুট মাথায় উঠুক আর না উঠুক বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাই আমার কাছে বড় বিষয়। সবাই দোয়া করবেন আমার জন্য।’ এখন দেখার বিষয় নতুন মিস ওয়ার্ল্ড হিসেবে কার মাথায় মুকুট পরিয়ে দেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

জেসিয়ার জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। ‘আমি পুরান ঢাকার মেয়ে। আমি এবার এ লেভেল করছি।’— ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর নিজেকে এভাবেই উপস্থাপন করেন তিনি। তার বাবার নাম মনিরুল ইসলাম, পেশায় ব্যবসায়ী। মা রাজিয়া সুলতানা গৃহিণী। ১৮ বছর বয়সী জেসিয়ার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। জেসিয়া লেখাপড়া করেছেন সাউথপয়েন্ট একাডেমিতে। সেখান থেকে ও-লেভেল সম্পন্ন করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশগ্রহণের আগেও গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন জেসিয়া। ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ