২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২১

বাড্ডায় ভোরে হঠাৎ উধাও গ্যাস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা, প্রগতি স্মরণি, কালাচাঁদপুর, বসুন্ধরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকায় তিতাসের গ্যাস সার্ভিস বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়ায় গ্যাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ কালাচাঁদপুর এলাকায় রাস্তার কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপ লাইন ফাটিয়ে ফেলে। পরে দুর্ঘটনা এড়াতে গ্যাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

আজ শনিবার ভোর পাঁচটা থেকে হঠাৎ করে গ্যাস চলে গেছে বলে জানিয়েছেন জোয়ারা সাহারা এলাকার এক বাসিন্দা। গ্যাস না থাকায় সকালে ওই এলাকার সিলিন্ডার গ্যাসের হোটেলগুলোতে নাস্তা নিতে মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। তবে তিতাসের দাবি, বাড্ডা এলাকায় অধিকাংশ বাড়িতে গতকাল শুক্রবার রাত ১০টা থেকেই তারা গ্যাস সার্ভিস বন্ধ রেখেছে। এ বিষয়ে তিতাসের রেকডিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন রাস্তার কাজ করতে গিয়ে চার ইঞ্চি গ্যাসের পাইপ ফাটিয়ে ফেলে। এরপর রাত ১০টার দিকে তিতাসের পক্ষ থেকে পাইপ ঠিক করতে গেলে, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে গ্যাস সার্ভিস বন্ধ রাখতে হয়।’

তিনি বলেন, ‘এখনো কাজ চলছে। গ্যাস পাইপের কাজ শেষ হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। ফেটে যাওয়া স্থান মেরামত হলে গ্যাস সার্ভিস আবার চালু হবে।’ ডিএনসিসির কারণে তিতাসের গ্যাস সার্ভিস বন্ধ করতে হয়েছে, তিতাসের এমন অভিযোগের বিষয়ে কালাচাঁদপুর এলাকার ডিএনসিসির প্রকৌশলী (এক্সচেঞ্জ) মাহাবুবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ