নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের কাছে শেখপাড়া বাজারে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে। এতে ২ ছাত্রদলকর্মী আহত হয়।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর গ্রেফতারের প্রতিবাদে শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি শেখপাড়া বাজার পার হয়ে ইবি থানা গেটের দিকে আসলে অপরদিক থেকে ধাওয়া করে ছাত্রলীগ।
এতে উভয় দল ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ছাত্রদলকর্মী মাহবুবুর রহমান ও কামরুল ইসলাম আহত হন। তারা শৈলকুপা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করেছিলাম। ছাত্রলীগের বাধায় আমার ২ কর্মী আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। আমরা তাদের প্রতিহত করেছি। তবে মিছিলে আমাদের কেউ আহত হয়নি।’
দৈনিক দেশজনতা /এমএইচ