১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

উ. কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে এবার উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সিঙ্গাপুর। ক্রমাগত বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সিঙ্গাপুর এ সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনে তালিকার প্রথমেই নাম রয়েছে চীনের। দ্বিতীয় স্থানে ছিল সিঙ্গাপুর। তবে কোরিয়ার মোট বাণিজ্যের মাত্র দশমিক ২ শতাংশ সম্পন্ন হতো সিঙ্গাপুরের সঙ্গে।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে কিউবা থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র পাচার করতে সহায়তা করেছিলো সিঙ্গাপুরের চিনপো শিপিং কোম্পানি নামে একটি নৌপরিবহন প্রতিষ্ঠান। এর দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ ২৫ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানাও করা হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকির পর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ প্রকট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের মধ্যে এ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। সম্প্রতি ১২ দিনব্যাপী এশিয়া সফরের সময় বারবার উত্তর কোরিয়ার বিষয়ে শক্ত অবস্থান নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

উল্লেখ্য, ৮ নভেম্বর থেকে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর। রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে কোনো নাগরিক উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও দেশটির পক্ষ থেকে হুশিয়ারি জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ