১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

বিএনপিকে দূরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র করা হচ্ছে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে, এমনকি বিএনপি নেতাদের দূরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ সে নির্বাচন মেনে নেবে না।আজ শুক্রবার টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে একটি দখলদার জালিম সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। এই জালিম সরকারের হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, সে জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে জুলুমবাজ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা আলমগীর বলেন, আগামীতে সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজিত হবে বলে আশা করছেন তিনি।

মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাউদ্দিন মজলুম জননেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ভাসানীর সমাধিতে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ