১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডারি পরীক্ষা শনিবার শুরু হবে। প্রতিদিন দুপুর ১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার  সারাদেশে ৬৯১টি কেন্দ্রে ১ হাজার ৮১৬টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এজন্য পরীক্ষানুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ