ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৭ মে)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ক্যারিবীয়দের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।
আগামী ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আইসিসির অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট শেষ হওয়ার ঠিক পাঁচদিন পর ২৩ জুন ত্রিনিদাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কুইন্স পার্ক ওভালে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে অ্যান্টিগায়। এ ছাড়া শেষ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে স্যাবিনা পার্কে।
এর আগে গত বছরও ওয়েস্ট ইন্ডিজ সফর করে গেছে ভারত। ওই সফরে টেস্ট, টি-টোয়েন্টি থাকলেও ছিল না কোনো ওয়ানডে!
ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের চেয়ে এগিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান নয়। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে শীর্ষে আটে ফিরতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেপ্টেম্বরের বেঁধে দেওয়া সময়ের আগে ভারত ছাড়াও আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে ক্যারিবিয়ানদের।
দৈনিক দেশজনতা/এন আর/সময়:২০:৪৮