১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

অগণতান্ত্রিক সরকারের কারণেই মানুষ বিচার পাচ্ছে না: সৈয়দ আবুল মকসুদ

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৭ মে)

অগণতান্ত্রিক সরকারের কারণেই দেশের আজ এ অবস্থা, মানুষ বিচার পাচ্ছে না, নষ্ট রাজনীতি, স্থানীয় সরকারের প্রতিনিধিদের দায়িত্বহীনতা, দূর্বল প্রশাসনের জন্য মানূষ বিচার বঞ্চিত হচ্ছে। শ্রীপুরে বিচার না পেয়ে বাবা মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা সরেজমিনে জানতে ১৭ মে বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুরের সিটপাড়া গ্রামের হালিমার বাড়ীতে এসে বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, হযরত আলী বিচার বঞ্চিত হয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যার ঘটনায় জাতির বিবেককে যতটা নাড়া দেয়ার কথা ছিল দারিদ্রতার কারণে ততটা নাড়া দেয়নি। জমি ও নারীর প্রতি লোভের কারণে হালিমার পরিবারের ওপর হামলা ও নিরব নির্যাতন হয়েছে। এটি নষ্ট সমাজের লক্ষ্মণ। আমাদের রাজনৈতিক দূর্বল জনগোষ্ঠী বিচারহীনতার জন্য দায়ী। সুষ্ঠ ও ন্যায় বিচার পেলে হযরত আলীকে আত্মহত্যার পথ বেছে নিতে হতোনা।

অবিলম্বে সকল অপরাধীদের বিচারের দাবী জানান। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সি.পি.বি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী মো. জাকির হোসেন প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর/সময়:২০:২৮

প্রকাশ :মে ১৭, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ