স্পোর্টস ডেস্ক:
সময়ের চাকা যত ঘুরছে, নেইমার ও রিয়াল মাদ্রিদকে জড়িয়ে গুঞ্জনটা ততই দানা বাধছে। ‘ইতিবাচক’ কথা বলে গুঞ্জনটা উসকে দিচ্ছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরাই। কদিন আগে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা। নেইমার চাইলেই উন্মুক্ত সেই দরজা দিয়ে ঢুকে পড়তে পারবেন অনায়াসে। রিয়ালে নেইমারকে বরণ করে নিতে প্রস্তুত তারা। ক্লাব অধিনায়কের সঙ্গে এবার সুর মেলালেন কাসেমিরোও। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন, নেইমারকে রিয়ালে স্বাগতই জানানো হবে।
শুধু তাই নয়, স্বদেশী নেইমারের সামনে একটা টোপও ফেললেন কাসেমিরো। বললেন, রিয়ালে গেলে সুখেই থাকবেন নেইমার। এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফরাসি ক্লাবটিতে শুরুটাও করেছেন দারুণ। কিন্তু মাঠের সেই উড়ন্ত পারফরম্যান্স ছাপিয়ে পিএসজি থেকে নেইমারের মন উঠে যাওয়ার গুঞ্জনটাই বড়। এডিনসন কাভানি ও পিএসজির স্প্যানিশ কোচ উনাই আমরির সঙ্গে নেইমারের সম্পর্কটা তিক্ততায় রূপ নিয়েছে বলেই খবর। নেইমার নাকি এখন বুঝতে পারছেন, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়াটা তার ভুল হয়েছে। সেই ‘ভুল’ শোধরাতে তিনি পাড়ি জমাতে চান অন্য কোথাও!
গত শুক্রবার প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ের পর অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছেন নেইমার। কান্নাভেজা কণ্ঠে জানিয়েছেন, তাকে নিয়ে গণমাধ্যমে যে গল্প ফাদা হচ্ছে তা সত্য নয়। তিনি পিএসজিতে খুব সুখেই আছেন। কিন্তু নেইমারের দাবিকে ‘সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা’ বলেই মনে করা হচ্ছে। গণমাধ্যমের খবরের সঙ্গে নেইমারের ওই দাবি মেলে না। ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা লেকিপ জানিয়েছে, কোচ উনাই আমরির সঙ্গে তিক্ততার ফলে আসলেই পিএসজিতে থেকে নেইমারের মন উঠে গেছে। পিএসজির ড্রেসিংরুমের পরিবেশটাকে স্বাচ্ছন্দ মনে করছেন না নেইমার।
ফলে রিয়াল জড়িয়ে গুঞ্জনটার পালেই হাওয়া লাগছে। রিয়ালের খেলোয়াড়দের যাকেই যেখানে পাচ্ছেন, গণমাধ্যম কর্মীরা জানতে চাইছেন নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে। রিয়ালের খেলোয়াড়েরা সংবাদকর্মীদের হতাশও করছেন না। প্রশ্নটা এড়িয়েও যাচ্ছেন না। বরং সংবাদকর্মীদের কৌতুহল মেটাচ্ছেন বেশ উচ্ছ্বসিত হয়ে। গতকাল মঙ্গলবার যেমন নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে প্রশ্ন করতেই গড়গড় করে এতোগুলো কথা বলে ফেললেন কাসেমিরো। মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়েই খেলেছেন নেইমার-কাসেমিরো। যে ম্যাচটাতে নেইমার-কাসেমিরোর ব্রাজিলকে পুরতে হয়েছে ড্র হতাশায়।
ম্যাচ শেষে কাসেমিরোকে পেয়েই নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হয়। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী কাসেমিরো উচ্ছ্বসিত হয়ে বলতে শুরু করেন, ‘সে একজন তারকা। সে জানে, তাকে কি করতে হবে। সে একজন গ্রেট খেলোয়াড়। তাকে সব সময়ই রিয়ালে স্বাগত জানানো হবে। সমবয়সী নেইমারকে রিয়ালে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে একটা টোপও ফেললেন কাসেমিরো, ‘আশা করি সে রিয়ালে আসবে। এই ক্লাবে আসলে সে সুখেই থাকবে।’
দৈনিকদেশজনতা/ আই সি