বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
নাসা সম্প্রতি জুপিটার বা বৃহস্পতি গ্রহের চোখ ধাঁধানো কিছু ছবি প্রকাশ করেছে। নাসার পাঠানো মহাকাশ যান জুনো প্রোব বৃহস্পতির কাছে গিয়ে ছবিগুলো তুলে পাঠিয়েছে। জুনোর তোলা কয়েকটি ছবিতে বৃহস্পতির ওপর ঘুরতে থাকা বিশাল ঝড়ের ছবি পরিষ্কারভাবে ধরা পড়েছে। ছবিগুলো অক্টোবরের ২৪ তারিখে তোলা বলে জানিয়েছে নাসা। ছবি তোলার সময় জুনো বৃহস্পতির বায়ুমণ্ডল থেকে ২০ হাজার ৫৭৭ মাইল দূরে ছিল।
দৈনিকদেশজনতা/ আই সি