১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৫

গাজীপুরে অভিযান চালিয়ে ১২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে ১২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা শরমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। পুলিশের সহায়তায় অভিযানকালে সাড়ে তিন হাজার গ্যাস পাইপ লাইন উচ্ছেদ এবং ১২শ’ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার কারণে তিনজন গ্রাহককে ১০ হাজার টাকা করে জরিমানা বা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিতাসের জোনাল বিপনন অফিসের (সাভার) ম্যানেজার প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, সহ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান, চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময় ওই এলাকার এক শ্রেণির অসাধু লোকের যোগসাজশে দুই ইঞ্চি পাইপ বসিয়ে দুই তিনটি গ্রামে অবৈধ সংযোগ দেয়া হয়। যা আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ