১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের তিনজন শেয়ারধারী পরিচালকসহ সাত পরিচালক পদত্যাগ করেছেন। বাকি চারজন পরিচালক স্বতন্ত্র। চারজন স্বতন্ত্র পরিচালক হলেন- মো. আবদুর রহমান, আবদুল মহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান। গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তারা।
একই সাথে সভায় সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারীকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) প্রধান কার্যালয়ে ঢাকা অঞ্চলের ৫০টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীদের অংশগ্রহণে একটি বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। নতুন নয় পরিচালককে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকের পর এই ব্যাংকটিও এস আলম গ্রুপের মালিকানায় আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়। ওইদিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এস আলম গ্রুপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ