১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

সাংবাদিক উৎপলের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নরসিংদী জেলা সাংবাদিক সমিতি। নিখোঁজ উৎপল দাস এ সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল।

উৎপল দাস গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। তার সন্ধান চেয়ে তার পত্রিকা অফিস ও পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। দীর্ঘ একমাস অতিবাহিত হলেও তার সন্ধান না পাওয়ায় তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন ও শংকিত। পরিবারের সদস্যরা তাকে হারানোর বেদনায় ভেঙ্গে পড়েছেন।

তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তার সন্ধান চাওয়া হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্যমে উৎপলের সন্ধান চাওয়া হয়েছে। কিন্তু এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমন কী আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তার কোন হদিস জানাতে পারেনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৬:৩৯ অপরাহ্ণ