২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

উত্তরপত্র হারিয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্র বাতিল

মাদারীপুর প্রতিনিধি:

ডিগ্রি (পাস) পরীক্ষার সাড়ে ৯শ’ সাদা উত্তরপত্র হারিয়ে যাওয়ায় মাদারীপুর জেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৮ নভেম্বর হতে ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষার ৯৫০টি সাদা উত্তরপত্র মাদারীপুর জেলার ডি কে আইডিয়াল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে হারিয়ে যায়। এ কারণে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। এ কেন্দ্রের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা নিকটস্থ সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, উত্তরপত্র হারিয়ে যাওয়ার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে আহবায়ক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেনকে সদস্য-সচিব এবং বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলক কুমার সাহাকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৪:৫৬ অপরাহ্ণ