মাদারীপুর প্রতিনিধি:
ডিগ্রি (পাস) পরীক্ষার সাড়ে ৯শ’ সাদা উত্তরপত্র হারিয়ে যাওয়ায় মাদারীপুর জেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তিনি বলেন, উত্তরপত্র হারিয়ে যাওয়ার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে আহবায়ক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেনকে সদস্য-সচিব এবং বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলক কুমার সাহাকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি