২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

পোলার্ড-জহুরুলে রোমাঞ্চকর জয় ঢাকার

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ মঞ্চস্থ হলো আজ মঙ্গলবার। ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচে করেকবার বদলালো ম্যাচের রং। বারবার রং বদলে শেষ পর্যন্ত হাসি ঢাকা ডায়নামাইটসের। সাকিব আল হাসানের দলের ৪ উইকেটের জয়টাকে রোমাঞ্চর বলা ছাড়া উপায় কি। বিপিএলের লিগ পর্বে দুই দলের মুখোমুখি দুইবারের দেখাতেই জয় ঢাকার। সিলেট পর্বে ৬৫ রানে খুলনাকে হারায় ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান করে খুলনা। শুরুতে দ্রুত উইকেটে হারিয়ে যে দলটার ১০০ রান নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল, সেই দলটাই লড়াইয়ের পুঁজি গড়ে কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাটে। এই ক্যারিবিয়ান ২৯ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাব দিতে নেমে ২৪ রানে ৪ উইকেটে নেই ঢাকার। ৪১ রানে নেই ৫ উইকেটে। সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিলেন ঢাকার ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ২৪ বলে ৫৫ রান করলেন তিনি। জহুরুল ইসলাম অপরাজিত থাকলেন ৪৫ রানে। এই দুইয়ের ব্যাটেই চাপ কাটিয়ে জয় ঢাকার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ