২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:১৮

ক্রিকেটকে বিদায় বললেন আজমল

 

স্পোর্টস ডেস্ক:

সব ধরণের ক্রিকেটকেই বিদায় বলে দিলেন পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শেষে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিলেন এই স্পিনার। উইজডেন ইন্ডিয়াকে বিদায়ের আগাম ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই জাতীয় ইভেন্ট আমার শেষ টুর্নামেন্ট। আমি কোনো দলের বোঝা হতে চাই না।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৭ উইকেটের মালিক সাঈদ আজমল খেলোয়াড়ি পেশাকে বিদায় বললেও ক্রিকেট থেকে একেবারে সরে যাচ্ছেন না তিনি। ডানহাতি এই অফ স্পিনারের আগামী পিএসএল দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছে কোচিং ক্যারিয়ারের। বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৪:৪৬ অপরাহ্ণ