নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের থেকে ৯২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৭৩ গ্রাম ওজনের ১ হাজার ২২৫ পুরিয়া হেরোইন, ২১ বোতল ফেন্সিডিল, ৫ লিটার দেশি মদ, ১০ কেজি ৬৬০ গ্রাম গাঁজা ও ৫৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি