১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি। এ উপলক্ষে সকাল ১১টায় জয়পুরহাট ডায়াবেটিক সমিতির প্রধান কার্যালয় হতে বের হওয়া পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সমিতির সম্মেলন কক্ষে সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খ ম আব্দুর রহমান রনি, দেওয়ান মো. বদিউজ্জামান, অ্যাডভোকেট মোজাম্মেল হক সাখিদার, দেলোয়ার হোসেন, বকুল সওদাগর প্রমুখ। এ ছাড়াও জেলার ক্ষেতলাল, কালাই ও পাঁচবিবি ডায়াবেটিক সমিতির পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালন করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ