নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের সমিতি বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, ওই বাজারের ব্যবসায়ী সলেমান হাওলাদার, সহি বাঘা, রাহিজদ্দিন বাঘা, তাহের বেপারী, মোকারেম ডাক্তার, সালাম বেপারী, জয়নাল সরদার ও বজলু বাঘার দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এফও আব্দুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ