নিজস্ব প্রতিবেদক:
জীবনের শুরুতে ছিলেন মিষ্টির দোকানের মালিক। পরবর্তীতে মানি এক্সচেঞ্জ ও শেয়ার ব্যবসা করে গাড়ি, বাড়ি ও স্বর্ণালঙ্কারসহ বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন আলী সুইটসের স্বত্বাধিকারী শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলী। দুদকের কাছে স্বেচ্ছায় ৩০ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬২৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে মোট ৭১ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৯৯৮ টাকার সম্পদের হিসাব বেরিয়ে আসে।
থলের বিড়াল বেরিয়ে আসায় দুদকের উপ-পরিচালক জালালউদ্দিন আহম্মদ সোমবার রাজধানীর রমনা থানায় শেখ মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
দুদক অনুসন্ধানে শেখ মোহাম্মদ আলীর বেশ কিছু অবৈধ সম্পদের খোঁজ পায়। সেগুলো হল; রাজউকের পূর্বাচল প্রকল্পে ৩০ লাখ টাকার ১০ কাঠা জমি, সিলেট শহরে ৯৫ লাখ ১১ হাজার ৩৭৫ টাকা মূল্যের ছয়তলা বাড়ি, ৬১ দশমিক ৫৩৮ কেজি স্বর্ণ, যার মূল্য ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা, সৌদি রিয়াল তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা ও দেশি মুদ্রায় পাঁচ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ।
উল্লেখ্য, শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলী ধানমন্ডির সাত মসজিদ রোডে মিষ্টির ব্যবসা দিয়ে জীবননির্বাহ শুরু করেন। বর্তমানে সেখানে ফুলকলি নামে মিষ্টির ব্যবসা করছেন। সেকেন্ডারি মার্কেটে তার শেয়ার ব্যবসা আছে এবং স্পিড মানি এক্সচেঞ্জার নামে তার মানি এক্সচেঞ্জের ব্যবসাও রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

