১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

ঘরে বসে সহজেই অনলাইনে দেয়া যাবে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটির অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। সোমবার এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি নিজের নাজিরাবাজার বাড়ির হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধ করেন।

এটিএন অ্যান্ড আরকের কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এ রেভিনিউ অটোমেশন কার্যক্রম চালু করেছে।

ডিএসসিসি জানিয়েছে, আপাতত অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের ব্যবস্থা চালু হয়েছে; পরবর্তীতে মোবাইলের মাধ্যমেও এ ব্যবস্থা চালু হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ