১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

সমাবর্তনকে ঘিরে ইবিতে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪র্থ সমাবর্তন সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস সমাবর্তনের কাজে ব্যস্ত সময় পার করছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে ২৩টি উপ-কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশন বুথ স্থাপন, সনদ তৈরিসহ সফলভাবে সমাবর্তন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী বলেন, ‘সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ২৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। গত ২২ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। অনলাইন ছাড়াও ক্যাম্পাসে এবং ঢাকায় রেস্ট হাউজে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে।

এদিকে  সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে এবং এর পার্শবর্তী এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘সমাবর্তনের রেজিস্ট্রেশনে আশানুরুপ সাড়া পাচ্ছি আমরা। বর্তমান প্রশাসনের স্বচ্ছতা, কর্মদক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সকলের সহযোগিতার মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন কমিটি তাদের সকল কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করবে।’

তিনি আরো বলেন, ‘সমাবর্তনে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২শিক্ষাবর্ষে স্নাতক এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। এতে ২২টি বিভাগের ৩৮ হাজার ৪৯০ জন শিক্ষার্থী সদন গ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে স্নাতক ১৮ হাজার ৬০০ জন এবং স্নাতকোত্তর ১৮ হাজার ৯০০ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও ৫২০ জন এমফিল এবং ৪৫০ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রির সনদ গ্রহণের সুযোগ পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু বলেন, ‘সমাবর্তনের মূল আকর্ষণ রাষ্ট্রপতির হাতে সনদ গ্রহণ। প্রতিদিনের রেজিস্ট্রেশন অনুযায়ী সনদ তৈরির কাজ অব্যাহত রয়েছে। আশা করি সঠিক সময়ে সনদ প্রস্তুত করা সম্ভব হবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ণ