১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ইরাক ও ইরানে ভূমিকম্পে প্রাণহানিতে বেগম খালেদা জিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক:

ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে সাড়ে চারশো’র অধিক মানুষের প্রাণহানি এবং আড়াই হাজারেরও অধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিএনপি প্রধান বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি।’

এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারো নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের সীমান্তবর্তী মানুষের প্রতি এই দু:সময়ে জানাচ্ছে গভীর সহানুভুতি।’

ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামানা করে বেগম খালেদা জিয়া তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ