নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত তেল পোড়ানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মনছুর আহমেদ নামের এক গাড়ি চালককে অব্যাহতি দেয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ওই চালকের বিরুদ্ধে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। সোমবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া (স-১১০০০৫) নং গাড়ির চালক মনছুর আহমেদ। তার বিরুদ্ধে প্রয়োজনের অতিরিক্ত তেল ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি খতিয়ে দেখতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান-উল-হক আম্বিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এয়াকুব আলী, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মু. আতাউর রহমান প্রমুখ। কমিটিকে যথাশীঘ্র সম্ভব তদন্ত প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। মুনছুর আহমেদকে পূণরায় নির্দেশ না দেয়া পর্যন্ত গাড়ি চালনা থেকে বিরত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস. এম আব্দুল লতিফ বলেন, অতিরিক্ত তেল পোড়ানোর অভিযোগে মনছুর আহমেদকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ।’
দৈনিক দেশজনতা/এন এইচ