১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

স্পেন গেলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্পেনের উদ্দেশে রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। স্পেনের রাজধানী বার্সেলোনায় আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘স্মার্ট সিটি এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৭’ এ যোগদানের উদ্দেশে স্পেন গেছেন তিনি।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মুহম্মদ ইব্রাহিম মন্ত্রীর ।
এই মেলায় আধুনিক, বসবাস উপযোগী, স্বাস্থ্যকর ও টেকসই নগরীর বিভিন্ন মডেল উপস্থাপন করা হবে। প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি কর্তৃপক্ষ টেকসই নগর পরিকল্পনার বিভিন্ন চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন। মন্ত্রী আগামী ২১ নভেম্বর মঙ্গলবার দেশে ফিরবেন ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ